বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিশ্বে সন্ত্রাসী হামলায় মৃত্যুর হার ৮০ শতাংশ বেড়েছে

সূচকে বাংলাদেশ ২৫তম

প্রতিদিন ডেস্ক

২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে বিশ্বে সন্ত্রাসের কারণে মানুষের মৃত্যুর হার ৮০ শতাংশ বেড়েছে। আর গত বছর নিহতদের অর্ধেকই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এবং নাইজেরিয়াভিত্তিক বোকো হারামের সন্ত্রাসের শিকার হয়েছে। গতকাল অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশিত বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে এ কথা বলা হয়েছে। সূচকে বাংলাদেশের অবস্থান ২৫তম। প্রতিবেশী ভারত-পাকিস্তান অবশ্য প্রথম ১০ দেশের মধ্যেই রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী হামলায় নিহতদের সংখ্যা ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে। ২০১৪ সালে সন্ত্রাসী হামলার শিকার হয়ে বিশ্বে ৩২ হাজার ৬৫৮ জন নিহত হয়। এর আগের বছর এই সংখ্যা ছিল ১৮ হাজার ১১১।  মোট ১৬২টি দেশকে নিয়ে এই সমীক্ষা করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে ২০১৪ সালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ১২৩টি। এতে ২৯ জন নিহত এবং ১০৭ জন আহত হয়। 

আর ওই সন্ত্রাসী হামলায় ২১৯টি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়।

সর্বশেষ খবর