বাংলাদেশ প্রতিদিনে ১১ নভেম্বর ‘রেলের টেন্ডার বক্সের নিরাপত্তায় আরএনবির ভূমিকা প্রশ্নবিদ্ধ’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। আরএনবির চট্টগ্রাম বিভাগের কমান্ড্যান্ট মো. ফাত্তাহ খান প্রতিবাদলিপিতে বলেন, সংবাদটি তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ নয়। টেন্ডার শিডিউল ক্রয় ও জমা দেওয়ার প্রক্রিয়া এবং কার্যক্রমে আরএনবি কোনোভাবেই সংশ্লিষ্ট থাকে না। ফলে টেন্ডার-সংক্রান্ত কোনো তথ্য আরএনবির অবহিত থাকার সুযোগ নেই। এবং আরএনবি দ্বারা কোনো তথ্য পাচার বা ফাঁস হওয়ার সম্ভাবনা নেই। শুধু টেন্ডার বক্স খোলার দিন পুলিশসহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সহায়ক হিসেবে প্রহরার কাজে আরএনবি মোতায়েন করা হয়ে থাকে।