শিরোনাম
শনিবার, ২১ নভেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজ বিশ্ব দর্শন দিবস

নিজস্ব প্রতিবেদক

‘জয় হোক দর্শনের, জয় হোক মানবতার  স্লোগান সামনে রেখে আজ দেশব্যাপী পালিত হবে বিশ্ব দর্শন দিবস। এ উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ২০০২ সাল থেকে প্রতি বছর এদিনে জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ইউনেস্কো ঘোষিত ‘বিশ্ব দর্শন দিবস’ পালিত হয়ে আসছে। বিভিন্ন ভাষার দার্শনিকদের ভাবনা ও নৈতিক চিন্তাগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়ে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ যোগসূত্র স্থাপন এবং দর্শনকে সর্বজনীন করাই দর্শন দিবসের মূল প্রতিপাদ্য।

বর্তমান বিশ্ব এক জটিল সমস্যার মধ্য দিয়ে অতিক্রম করছে। মূলত এ সমস্যা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ইউনেস্কো দিবসটির ঘোষণা দেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর