মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ব্লিৎস সম্পাদকের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রদ্রোহ মামলায় সাপ্তাহিক ব্লিৎস পত্রিকার সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। শোয়েব চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী তবারক হোসেন। মামলার বিবরণী থেকে জানা যায়, ইসরায়েলের একটি সেমিনারে অংশ নিতে যাওয়ার সময় ২০০৩ সালের ২৯ নভেম্বর শোয়েব চৌধুরীকে তৎকালীন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এ সময় তার কাছ থেকে ‘এডুকেশন টুয়ার্ডস কালচার অব পিস’ শীর্ষক কনফারেন্সে উপস্থাপনের জন্য একটি বক্তব্যের কপি ও সিডি জব্দ করা হয়। পরে ২০০৪ সালের ২৪ জানুয়ারি রাজধানীর বিমানবন্দর থানায় শোয়েব চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। এই মামলায় ২০১৪ সালের ৯ জানুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। পরে রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে ২০১৫ সালের ২০ আগস্ট তাকে ছয় মাসের জামিন দেওয়া হয়। এর বিরুদ্ধে ২ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনে জামিন আট সপ্তাহের জন্য স্থগিত করেন আদালত।

সর্বশেষ খবর