মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

এসএসসির ফরম পূরণে অতিরিক্ত টাকা নিলে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক এবং আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। নির্দেশ বাস্তবায়নের বিষয়ে শিক্ষা সচিব এবং শিক্ষাবোর্ডগুলোকে আগামী ৬ জানুয়ারির মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে। এসএসসির ফরম পূরণে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী মোজাম্মেল হোসেন।

সর্বশেষ খবর