শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

শেখ ফজলুল হক মণির জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৭৬ তম জন্মদিন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, মিলাদ ও দোয়া মাহফিল। সকালে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের নেতৃত্বে কেন্দ্রীয় ও মহানগর যুবলীগ নেতারা ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বনানী কবরস্থানে শেখ মণির কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ এবং সকাল ৯টায় শেখ মণির পুত্র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপির সঙ্গে যুবলীগ চেয়ারম্যানের নেতৃত্বে যুবলীগ নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদের সম্মান এবং গৌরব অর্জন করায় মহান আল্লাহতায়ালার দরবারে শুকরিয়া আদায় করে যুবলীগ বাদজুমা বায়তুল মোকাররমসহ দেশব্যাপী শুকরানা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেখ ফজলুল হক মণির ৭৬ তম জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব আলোচনাসভায় বক্তৃতায় যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, স্বাধীনতার ৪৪ বছর পর বাঙালি জাতি বিজয়ের সাধ পেয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে, ফাঁসি হচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যার পর যুদ্ধাপরাধীরা এমপি-মন্ত্রী হয়েছে। জিয়া যুদ্ধাপরাধীদের পুনর্বাসিত করেছে। পাকিস্তান আজ যুদ্ধাপরাধীদের পক্ষে সাফাই গাইছে। বিএনপি বলছে, স্বাধীনতার জন্য সাকা চৌধুরীর অনেক অবদান আছে। এর থেকে বড় মিথ্যাচার আর হতে পারে না। বেয়াদবি আর মূর্খতার আরেক নাম বিএনপি। যুদ্ধাপরাধীদের সঙ্গে তাদের পরিবারবর্গকেও নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে।

সর্বশেষ খবর