রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পে-স্কেলে মর্যাদা ও আর্থিক সুবিধা না কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বেতন স্কেলে আগের তুলনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মর‌্যাদা ও আর্থিক সুবিধা না কমানোর দাবি জানিয়েছে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি। সংগঠনের নেতারা বলেছেন, সিলেকশন গ্রেড ও টাইমস্কেলকে যে নামই দেওয়া হোক না কেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মর্যাদাগত ও আর্থিক সুবিধা অক্ষুণ্ন রাখতে হবে। বিদ্যমান সুবিধা বাড়ানোর জন্য নির্দিষ্ট সময় অন্তর বেতন স্কেল দেওয়া হয়, কমানোর জন্য নয়। যদি জাতীয় বেতন স্কেলের মাধ্যমে সরকারি কর্মকর্তাদের মর‌্যাদা হানি ঘটে বা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয় তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন সমন্বয় কমিটি।

সর্বশেষ খবর