শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

বাংলাদেশ প্রতিদিনে গত ৮ ডিসেম্বর প্রকাশিত ‘সফটওয়্যার বন্ধ করে শেয়ার কারসাজি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের উপমহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত ১২ ডিসেম্বর পাঠানো প্রতিবাদলিপিতে বলা হয়েছে— ডিএসই মনে করে সংবাদ শিরোনামটি এক ধরনের উসকানি ও নাশকতামূলক এবং তথ্য-প্রমাণবিবর্জিত। কারও দ্বারা প্ররোচিত হয়ে এ ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে। এ ব্যাপারে ডিএসই কর্তৃপক্ষের বক্তব্য, ট্রেডিং সফটওয়্যার বন্ধ করে কারসাজি করার কোনো সুযোগ নেই, ট্রেডিং সফটওয়্যার সবার জন্য একই সময়ে চালু ও বন্ধ করা হয়। ডিএসই ও বিএসইসি সার্ভিল্যান্স সফটওয়্যারে কোনো কারসাজি হচ্ছে কিনা তা মনিটর করে থাকে এবং পরবর্তীতে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পুরো লেনদেন প্রক্রিয়াটিই বন্ধ থাকে। যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন হয়েছে, কিন্তু সেটেলমেন্ট হয়নি এমন ঘটনা ঘটেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও বিএসইসিতে ‘Instant Watch’ সার্ভিল্যান্স সফটওয়্যারের মাধ্যমে বাজার পর্যবেক্ষণ করা হয়। এখানে কোনো চক্রের কারসাজি করার সুযোগ নেই, যা লেখা হয়েছে তা সম্পূর্ণ মনগড়া এবং কাল্পনিক। যান্ত্রিক ত্রুটি ঘটলে নির্দিষ্ট কিছু শেয়ার লেনদেন বন্ধ হয়ে যাওয়ার সুযোগ নেই। প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৬ নভেম্বর ফাইল আপলোডজনিত কারিগরি কারণে ডিএসইতে লেনদেন শুরুর সময় ডাটা প্রসেসিং ধীরগতি হয়ে যায়। এ কারণে কিছু ব্রোকারেজ হাউস তার পজিশন আপলোড করতে না পারায় ওই হাউসগুলো সিকিউরিটিজ ক্রয়-বিক্রয়ে সমস্যায় পড়ে।

প্রতিবেদকের বক্তব্য : ডিএসইতে গত এক বছরে পাঁচবার যান্ত্রিক ত্রুটিতে শেয়ার লেনদেনে বিঘ্ন ঘটে। এ জন্য বিএসইসি কর্তৃপক্ষ ২৫ মে ডিএসইকে সফটওয়্যার ত্রুটিতে লেনদেন বন্ধ হয়ে যাওয়ার বিষয় ব্যাখ্যা চেয়ে নোটিস প্রদান করে। একই দিন আরেক নোটিসে বিএসইসি চিফ টেকনিক্যাল অফিসার (সিটিও) ছাড়া সঠিকভাবে সফটওয়্যার চলতে পারে না উল্লেখ করে একজন সিটিও নিয়োগ দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেয়। ওই নির্দেশের পর ছয় মাস অতিবাহিত হলেও সিটিও নিয়োগ দেওয়া হয়নি। প্রতিবেদনে সে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া সফটওয়্যার সমস্যার পর প্রতিবারই ডিএসইর একাধিক কর্মকর্তা এমন ঘটনা ঘটবে না বলেছেন। শেয়ার নিয়ে কারসাজির ঘটনার সঙ্গে সফটওয়্যার বন্ধ বা সমস্যা হওয়ার সম্পর্ক নেই বলা হয়েছে। তবে এই সময়ে কয়েকটি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক ওঠানামা করার প্রমাণ রয়েছে; যা নিয়ে বিএসইসি তদন্ত কমিটিও গঠন করেছে। প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে সে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ খবর