শিরোনাম
শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস

নিজস্ব প্রতিবেদক

আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অভিবাসী শ্রমিকদের স্বার্থ রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা এবং তাদের পরিবারের ন্যায্য অধিকার রক্ষায় জাতিসংঘ ঘোষিত ২০০০ সাল থেকে প্রতি বছর ১৮ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস। দিবসটি উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘বিশ্বময় অভিবাসন, সমৃদ্ধ দেশ, উত্সবের জীবন’। বর্তমানে প্রায় ৯৬ লাখ বাংলাদেশি নাগরিক অভিবাসী হিসেবে ১৬০টি দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। অভিবাসী দিবস উপলক্ষে আজ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকাল ৮টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে র্যালি। সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অভিবাসী মেলাসহ দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিকাল ৩টায় নিরাপদ অভিবাসন নিয়ে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। অনুষ্ঠানটির আয়োজন করছে ডিবেট ফর ডেমোক্রেসি।

সর্বশেষ খবর