বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

জামিল পেলেন উলফা নেতা অনুপ চেটিয়া

দীপক দেবনাথ, কলকাতা

জামিন পেলেন উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) নেতা অনুপ চেটিয়া। ব্যক্তিগত ১ লাখ রুপির বন্ডে গতকাল গুয়াহাটির আদালত তাকে জামিন দেন। চেটিয়ার আইনজীবী বিজন মহাজন সাংবাদিকদের জানান ‘চেটিয়ার জামিনের বিষয়ে আসাম সরকারের তরফে কোনো আপত্তি নেই বলে আদালতের কাছে লিখিতভাবে জানানোর পরই তার জামিন পাওয়া সহজ হয়।’ খুন, অপহরণ, হুমকিসহ গুয়াহাটিতে মোট চারটি মামলা ছিল এই চেটিয়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই দুটি মামলায় জামিন পেয়েছেন তিনি। আজ (বুধবার) আরেকটি মামলার শুনানি রয়েছে আদালতে। চেটিয়ার আইনজীবী আরও জানান ‘ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে শান্তি বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি পরিষ্কার করতেই গত ১৭ ডিসেম্বর টাডা আইনে বা টেররিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস (প্রিভেনশন) অ্যাক্টে দুটি মামলায় চেটিয়াকে জামিন দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছিল আদালত’। প্রসঙ্গত, অনুপ্রবেশ, জাল পাসপোর্ট, বিদেশি মুদ্রা রাখার অভিযোগে ১৯৯৭ সালে বাংলাদেশের পুলিশ তাকে আটক করে।

এরপর থেকে গত ১৮ বছর ধরে বাংলাদেশের কারাগারে বন্দী ছিলেন চেটিয়া। চলতি বছরের ১১ নভেম্বর চেতিয়াকে ভারতের হাতে হস্তান্তর করে বাংলাদেশ।

সর্বশেষ খবর