শিরোনাম
বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
এবার বই উৎসব দুই দিন

প্রাথমিকের বই নিয়ে এখনো অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক

বই উৎসবের বাকি আর মাত্র আট দিন। মাধ্যমিকের প্রায় শতভাগ বই পৌঁছলেও প্রাথমিকের বই পৌঁছতে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। তবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যথাসময়ে বই পৌঁছানোর ব্যাপারে শতভাগ নিশ্চয়তা প্রদান করেছেন। তিনি নিজেই এ বই ছাপা ও বিতরণের তদারকি করছেন। আর মোট বইয়ের ৫ শতাংশ রিজার্ভ থাকায় উৎসবে বইয়ের কোনো সংকট হবে না বলে জানা গেছে। সব শিশুই বছরের প্রথম দিন বিনামূল্যের নতুন বই পাবে বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। ইতিমধ্যে বই উৎসবের দিন ঠিক হয়ে গেছে। চলছে নানা প্রস্তুতি। ১ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রাজধানীর মিরপুর বাঙলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং শিক্ষা মন্ত্রণালয় ২ জানুয়ারি রাজধানীর গভ. ল্যাবরেটরি হাইস্কুলে বই উৎসবের আয়োজন করছে। এবারই প্রথম বই উৎসব হবে দুই দিন। আগে একসঙ্গে প্রাথমিক ও মাধ্যমিকের বই উৎসব হলেও এবারই তা পৃথকভাবে হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় একসঙ্গে উৎসব করার প্রস্তুতি নিলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ই আলাদাভাবে এ উৎসবের আয়োজন করেছে। ফলে শুক্রবারও প্রাথমিকের শিক্ষার্থীদের বই নিতে আসতে হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল সচিবালয়ে এক অনুষ্ঠানে বলেছেন, ‘মাধ্যমিকের প্রায় শতভাগ বই পৌঁছে গেছে। আর প্রাথমিকের বই দেরিতে ছাপা শুরু হওয়ায় প্রায় ৮০ শতাংশ পৌঁছেছে।

মোট বইয়ের ৫ শতাংশ রিজার্ভ রাখা হয়। এর পরও অবশিষ্ট বই সময়মতো পৌঁছে দিতে পারব— এতে কোনো সন্দেহ নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর