বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিএসএফের হাতে এ বছর ৪৫ বাংলাদেশি নিহত : আসক

প্রতিদিন ডেস্ক

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গত পাঁচ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশের মানবাধিকার সংস্থাগুলো। আইন ও সালিস কেন্দ্র (আসক) বলছে, চলতি বছরে এ পর্যন্ত বিএসএফের গুলিতে ৪৫ জন বাংলাদেশি নিহত হয়েছেন। গত বছর এই সংখ্যা ছিল ৩৩ জন। গতকাল ভোরেও ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিএসএফের গুলিতে হেমন্ত চন্দ্র নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। খবর বিবিসি বাংলার। আইন ও সালিস কেন্দ্রের পরিচালক নুর খান লিটন জানিয়েছেন, এ বছর মারা যাওয়া ৪৫ জনের মধ্যে ৩১ জন গুলিতে আর ১৪ জন শারীরিক নির্যাতনে নিহত হয়েছেন।

সর্বশেষ খবর