বুধবার, ২৩ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
ব্লগার রাজীব হত্যা

অভিযোগ অস্বীকার করলেন আসামিরা

নিজস্ব প্রতিবেদক

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল দিন নির্ধারণ করেছেন আদালত। গতকাল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক সাঈদ আহম্মেদের আদালতে এ মামলায় ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা শেষে এ দিন নির্ধারণ করা হয়। সরকারি কৌঁসুলি (পিপি) মাহবুবুর রহমানের জুনিয়র আইনজীবী ফয়সাল ভূঁইয়া অনি সাংবাদিকদের জানান, আদালতে আসামিরা তাদের বিরুদ্ধে আনীত হত্যার অভিযোগ অস্বীকার করেছেন। মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণা করা হবে।  মামলা নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে আততায়ীর হাতে নিহত হন রাজীব হায়দার শোভন।

 এ ঘটনায় নিহতের বাবা ডা. নাজিম উদ্দীন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর