বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ সুবিধা নিচ্ছে বিএনপি

লাকমিনা জেসমিন সোমা

আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ সুবিধা নিচ্ছে বিএনপি

নড়াইল সদর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের শত্রু এখন আওয়ামী লীগ। এই পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাসের সঙ্গে শক্তিশালী অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের আরও দুই বিদ্রোহী প্রার্থী। সেই সুযোগে বেশ সুবিধা করে নিয়েছেন প্রতিপক্ষ বিএনপি’র একক প্রার্থী সদ্য সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল। স্থানীয় বিএনপিতে সমন্বয় না থাকলেও নৌকায় বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি থাকার কারণে এগিয়ে আছে ধানের শীষ। গতকাল সরেজমিনে ভোটারদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। জানা গেছে, নড়াইল সদর পৌরসভায় এবার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন জাহাঙ্গীর বিশ্বাস। অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন চারবারের নির্বাচিত মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. সোহরাব হোসেন। আওয়ামী লীগের এই দুই প্রার্থী ছাড়াও মেয়র পদে মাঠে রয়েছেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলমগীর হোসেন। ভোটারদের সঙ্গে কথা বলে এই তিন জনেরই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অবস্থা জানা গেছে। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন ইস্যুতে প্লাস পয়েন্ট রয়েছে। এরমধ্যে জাহাঙ্গীরের প্লাস পয়েন্ট কেন্দ্র থেকে মনোনয়ন পাওয়া। তার জন্য কাজ করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিসহ দলের বড় অংশ । অন্যদিকে চারবারের নির্বাচিত মেয়র হিসেবে পুরনো জনপ্রিয়তায় এগিয়ে আছেন আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন। আর যুবলীগ নেতা আলমগীর হোসেনের প্লাস পয়েন্ট স্থানীয় আওয়ামী লীগ (নড়াইল-১) এমপি কবিরুল হক মুক্তি। দল মনোনীত প্রার্থীর বদলে এই বিদ্রোহী প্রার্থীর জন্য কাজ করছেন এমপি মুক্তি। এভাবেই আওয়ামী লীগ যখন বিদ্রোহে পুড়ছে সেই সুযোগে বেশ জোরেসোরেই এগিয়ে যাচ্ছেন বিএনপি প্রার্থী জুলফিকার আলী মণ্ডল। এমনকি স্থানীয় বিএনপিতে সমন্বয়হীনতা থাকলেও ব্যক্তিগত ইমেজের কারণে অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন তিনি। সরেজমিনে দেখা গেছে, দলীয় নেতা-কর্মী ছাড়াই নিজস্ব লোকজন নিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করে বেড়াচ্ছেন এই প্রার্থী।

সর্বশেষ খবর