বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

আজ ও ৩১ ডিসেম্বর সব ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক

আজ ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার ও ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। মঙ্গলবার এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২৪ ডিসেম্বর ঈদে মিলাদুন্ন?বীর ছুটি ঘোষণা করে তা আবার বাতিল করে ২৫ ডিসেম্বর করেছে। তাই আজ দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। এ ছাড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে নির্বাচনসংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো বন্ধ থাকবে। যে কারণে ২০১৫ সালের বার্ষিক হিসাব ক্লোজিংয়ের সুবিধার্থে ৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার যথারীতি সব তফসিলি ব্যাংক খোলা থাকবে।

এ পরিপ্রেক্ষিতে ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি ২০১৬ সালে ব্যাংক হলিডে ঘোষণা করা হলো। এ ছাড়া ৩০ ডিসেম্বর বন্ধ থাকা শাখাগুলোর ওপর চেক উপস্থাপনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর