বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

ফুটপাথের অবৈধ স্থাপনা উচ্ছেদে কর্মসূচি গ্রহণের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা শহর যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ফুটপাথের অবৈধ স্থাপনা উচ্ছেদে আলাদা কর্মসূচি গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। এ জন্য স্বেচ্ছাসেবক তৈরি ও শিক্ষামূলক ক্যাম্পেইন বিষয়েও সুপারিশ করা হয়। একই সঙ্গে কমিটি উপজেলা পর্যায়ে প্রবেশন অফিসার পদে যেসব পদ শূন্য রয়েছে সেগুলোতে দ্রুত নিয়োগের সুপারিশ করে। সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।  বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন।  কমিটি সূত্র জানায়, বৈঠকে সরকারি বৃদ্ধাশ্রমগুলোতে প্রকৃত অসহায় ও নিঃস্ব বয়োবৃদ্ধদের চিহ্নিত করে সেখানে রাখার সুপারিশ করা হয়।

 এ ছাড়াও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সহযোগিতায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানায়। বৈঠকে উপজেলা পর্যায়ে প্রবেশন অফিসার পদে জনবলের সংকটের বিষয়সহ আফটার কেয়ার সার্ভিস কর্মসূচি ও সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের চলমান অবস্থা কমিটিকে অবহিত করা হয়।

সর্বশেষ খবর