বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

বিদেশি অর্থে কন্ট্রাক্ট কিলিং : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি দেশে দুই বিদেশি ও পুলিশ হত্যাসহ যেসব হত্যাকাণ্ড হয়েছে তার সবই ছিল কন্ট্রাক্ট কিলিং। বিদেশিদের পরামর্শে এবং অর্থের বিনিময়ে ২-৩ জন এসব হত্যাকাণ্ডে অংশ নেয়। এরপর তারা আইএস, জেএমবি, এবিটির ওপর দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ইহুদিরাই আইএসের জন্মদাতা। গতকাল দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্মীয় উগ্রবাদ ও ইসলামের অপব্যাখ্যার বিরুদ্ধে আলেম-ওলামা-ইমাম এবং খতিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতালি ও জাপানি নাগরিক হত্যার পর বিভিন্ন দেশের অ্যাম্বাসেডররা বলেছেন এ দেশে আইএস আছে। আমরা বলেছি, কোনো আইএস নেই। আমরা যখন নিজের পায়ে দাঁড়াচ্ছি, তখন আন্তর্জাতিক একটি চক্রের দৃষ্টি পড়েছে। তারা বিভিন্ন দেশের মতো আমাদেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চাইছে। যত দিন আলেম-ওলামারা থাকবে কোনো অপশক্তি কোনো ক্ষতি করতে পারবে না। যারা আলেম-ওলামাদের নাম ব্যবহার করে তাদের ওপর কালিমা লেপন করছে, তাদের প্রতিহত করার সময় এসেছে। আলেম-ওলামা ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা জঙ্গি-সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করতে পেরেছি।

সর্বশেষ খবর