বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

সাবেক এমপি সাখাওয়াতসহ পাঁচজনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা ও যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য সাখাওয়াত হোসেনসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আগামী ৩১ জানুয়ারি প্রসিকিউশনের উদ্বোধনী বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে। অন্য আসামিরা হলেন— মো. বিল্লাল হোসেন, মো. ইব্রাহিম হোসেন, শেখ মো. মজিবুর রহমান, মো. আবদুল আজিম সরদার, মো. আজিজ সরদার, কাজী ওয়াহেদুল ইসলাম, মো. লুত্ফর মোড়ল ও মো. আবদুল খালেক মোড়ল। এদের মধ্যে কারাগারে রয়েছেন সাখাওয়াত হোসেন, মো. বিল্লাল হোসেন ও মো. লুত্ফর মোড়ল। বাকিরা পলাতক। গ্রেফতারকৃত তিন আসামিকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর