বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫ ০০:০০ টা

পাঠ্যপুস্তক উৎসব ১ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রতি বছরের মতো এবারও বছরের প্রথম দিন পাঠ্যপুস্তক উৎসব করবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বছরের প্রথম দিন শুক্রবার হওয়ায় প্রথমে শিক্ষামন্ত্রী ২ জানুয়ারি বই উৎসবের ঘোষণা দিলেও ধারাবাহিকতা রক্ষায় ১ জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। গতকাল রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, শিক্ষার্থীরা নতুন বছরে নতুন বই পেতে উন্মুখ থাকবে। তাই তাদের গুরুত্ব দিয়ে শনিবারের পরিবর্তে ১ জানুয়ারি শুক্রবারই বই উৎসবের উদ্বোধন করা হবে। রাজধানীর গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠে এ উৎসব উদ্বোধন করবেন মন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর