বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা
স্বাস্থ্যপ্রতিদিন

মাংসপেশি কর্মক্ষমতা হারালে...

মাংসপেশি কর্মক্ষমতা হারালে...

যদি কোনো অংশের মাংসপেশির কর্মক্ষমতা হারায় তখন রোগী শরীরের ওই অংশের নাড়াচাড়া করার ক্ষমতা হারান। প্যারালাইসিস রোগীদের ফিজিওথেরাপি চিকিত্সার মাধ্যমে পুনর্বাসন তথা আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। প্যারালাইসিসের প্রধান কারণ হচ্ছে— রোগীর স্নায়ু বা নার্ভাস সিসটেম অকেজো হওয়া। স্নায়ুই মূলত মানুষের মাংসপেশিতে একপ্রকার বৈদ্যুতিক শক্তি প্রেরণ করে অঙ্গ-প্রত্যঙ্গ নাড়াচাড়া করতে সাহায্য করে। প্যারালাইসিস চিকিত্সার ক্ষেত্রে একিউট বা ক্ষণস্থায়ী অবস্থা এবং ক্রনিক বা দীর্ঘস্থায়ী অবস্থা— দুভাগে চিকিত্সা দেওয়া হয়ে থাকে। একিউট স্টেজে রোগীকে হাসপাতালে ভর্তি রাখতে হয়। সেক্ষেত্রে চিকিত্সকরা প্যারালাইসিসের কারণ নির্ণয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন। আর ক্রনিক স্টেজে দেখা যায়, রোগীর শরীরের এক পাশ প্যারালাইসিস বা যে কোনো এক হাত বা এক পা বা দু’পা বা চার হাত পা প্যারালাইসিসে আক্রান্ত হতে পারে। এছাড়া প্যারালাইসিস রোগীকে ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিত্সা চালিয়ে যেতে হবে  এবং এর মাধ্যমে  প্যারালাইসিস রোগীকে অনেকটাই পুনর্বাসন  করা  সম্ভব।

ডা. মো. সফিউল্যাহ্ প্রধান, চেয়ারম্যান, ডিপিআরসি হাসপাতাল, মোহাম্মদপুর, ঢাকা

সর্বশেষ খবর