বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

গ্যাস সংকটে জনজীবন দুর্বিষহ : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশে ভয়াবহ গ্যাস সংকট দেখা দেওয়ায় জনগণের দুঃখ-কষ্টের শেষ নেই। গ্যাসের তীব্র সংকটের ফলে জনগণের জীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে। সংকট নিরসন করে জনগণের কষ্ট লাঘব করা সরকারের দায়িত্ব ও কর্তব্য। কিন্তু জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সরকার ব্যর্থ হয়েছে। গতকাল পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের পরিচালনায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা মুফতি সৈয়দ ফয়জুল করীম, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আবদুল কাদের, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ। পীর চরমোনাই বলেন, নাগরিক জীবনে চরম নিরাপত্তাহীনতা প্রকাশ পাচ্ছে। ফলে দেশে খুন-খারাবি অতীতের যে কোনো সময়ের চেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। মজলিসে আমেলার সভায় বিগত পৌরসভা নির্বাচন নিয়ে ব্যাপক আলোকপাত করা হয় এবং আসন্ন ইউপি নির্বাচনে অংশগ্রহণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সর্বশেষ খবর