বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
স্বাস্থ্যপ্রতিদিন

মুখ বেঁকে যাওয়া বা বেলস পলসি

মুখ বেঁকে যাওয়া বা বেলস পলসি

রোগের নাম বেলস পলসি। সাধারণত ঋতু পরিবর্তন অর্থাত্  শীত থেকে গরম পড়ার সন্ধি সময়টাতে এ রোগ বেশি দেখা যায়। সাধারণত ধারণা করা হয়, এক ধরনের ভাইরাস এই রোগের জন্য দায়ী। এবার ব্যাপকহারে এ রোগে আক্রান্ত রোগী পাচ্ছি।

লক্ষণ : মুখ একদিকে বেঁকে যাওয়া। কুলি করলে মুখের এক পাশ দিয়ে পানি গড়িয়ে পড়া। এক চোখ বন্ধ করতে না পারা এবং চোখ দিয়ে পানি পড়া। মুখের এক পাশে খাবার জমে যাওয়া। এছাড়া মাথা ও ঘাড়ও ব্যথা হতে পারে।

চিকিৎসা : এ রোগ হলে রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে ভাবেন খারাপ বাতাস বা কারও অভিশাপ লেগেছে। তাই অনেকে কবিরাজ বা তান্ত্রিকদের কাছে গিয়ে ধরনা দেন। এটি সম্পূর্ণ ভুল উদ্যোগ। স্টেরয়েড, এন্টিভাইরাস জাতীয় ওষুধের সঙ্গে ফিজিও- থেরাপি এবং পর‌্যাপ্ত বিশ্রাম নিলে বেশিরভাগ রোগী এক থেকে ছয় সপ্তাহের মধ্যে পূর্ণ সুস্থ হয়ে যান।

সতর্কতা : ঠাণ্ডা পরিবেশে এ ভাইরাস প্রভাব বিস্তার করে। তাই সরাসরি ফ্যানের বাতাস এড়িয়ে চলুন। দেখা যায় এ রোগে আক্রান্ত ব্যক্তি আক্রান্ত হওয়ার আগে বেশি রাত অবধি ঠাণ্ডা বাতাসে কাজ করেছেন বা ভ্রমণ করেছেন। মনে রাখতে হবে প্রতিকার নয় প্রতিরোধ উত্তম।

ডা. মোহাম্মদ আলী, চিফ কনসালটেন্ট, হাসনা হেনা ফিজিওথেরাপি ক্লিনিক, ঢাকা।

সর্বশেষ খবর