বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

সাগরিকায় গ্যাস লাইনে বিস্ফোরণ দেবে গেছে রাস্তা, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গ্যাস লাইন বিস্ফোরণে নগরীর পাহাড়তলী থানার সাগরিকা মোড় থেকে হাক্কানি পেট্রলপাম্প এলাকা পর্যন্ত প্রায় আধা কিলোমিটার রাস্তা দেবে গেছে। হঠাত্ এ বিস্ফোরণে উড়ে গেছে ওই এলাকার ড্রেনের স্নেপ, বেঁকে গেছে একটি কালভার্টও। গতকাল বিকালে এ ঘটনার পর আরও বড় কোনো দুর্ঘটনার আশঙ্কায় রাস্তাটিতে যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। আশঙ্কা করা হচ্ছে— রাস্তার নিচে থাকা গ্যাসের পাইপলাইন বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। বর্তমানে ঘটনাস্থলে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রয়েছেন। পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) আরিফিন জুয়েল ঘটনাস্থল থেকে জানান— ‘হয়তো রাস্তার নিচে থাকা গ্যাস লাইনের বিস্ফোরণের ফলে এ ঘটনা ঘটেছে। বিষয়টি পরীক্ষা করে দেখছেন কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।’

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, বিস্ফোরণের ফলে প্রায় আধা কিলোমিটার জায়গাজুড়ে রাস্তা দেবে গেছে। ওই সড়কে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

সর্বশেষ খবর