বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতি বন্ধ হলে প্রবৃদ্ধি ১০ শতাংশ অর্জন সম্ভব

----- ড. ইফতেখারুজ্জামান

লক্ষ্মীপুর প্রতিনিধি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ— টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি বন্ধ হলে জাতীয় প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৫ শতাংশ থেকে ১০ শতাংশেরও বেশি অর্জন সম্ভব। দেশে দুর্নীতির কারণে যে অবৈধ অর্থ অর্জিত হয় তার একটি বিরাট অংশ বিদেশে (উন্নত দেশগুলোয়) পাচার হয়। আর এতে সাধারণ মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। দেশে সাম্প্রতিককালের সবচেয়ে বড় আলোচিত দুর্নীতির ঘটনাগুলোর সব কটিতেই কোনো না কোনোভাবে বিদেশি বিভিন্ন সংস্থা ও করপোরেট হাউসের যোগসাজশ এবং প্রত্যক্ষ অংশগ্রহণ রয়েছে বলে দাবি করেন তিনি। গত সন্ধ্যায় লক্ষ্মীপুরের একটি রেস্তোরাঁয় ‘স্থানীয় পর‌্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রীয়ভাবে দুর্নীতির আশ্রয়-প্রশ্রয় বন্ধ করা, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে। উন্নয়নে এগিয়ে যাবে দেশ।

সভায় লক্ষ্মীপুর সনাকের আয়োজনে জেলা সভাপতি বনশ্রী পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র আবু তাহের, সিভিল সার্জন গোলাম ফারুক ভূঁইয়া, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান চৌধুরী, রফিকুল আহসান প্রমুখ।

সর্বশেষ খবর