বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা
১০ পৌর নির্বাচন

একক প্রার্থী দিতে তৃণমূলে চিঠি আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০ মার্চ ১০ পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থীর প্রস্তাব আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর জন্য তৃণমূল নেতাদের প্রতি নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় তৃণমূল নেতাদের কাছে এ নির্দেশনা সম্বলিত চিঠি পাঠানো হয়। এদিকে তফসিল ঘোষণার পর সন্ধ্যায় আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তৃণমূল থেকে একক প্রার্থীর তালিকা নিয়ে আসার ব্যবস্থা করার জন্য দলের সাত সাংগঠনিক সম্পাদককে নির্দেশ দেন বলে জানা গেছে।

সূত্র জানায়, তৃণমূলের জেলা, উপজেলা ও শহর-পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা  যোগ্য একক প্রার্থীর প্রস্তাব পাঠাবে কেন্দ্রের কাছে। আওয়ামী লীগের স্থানীয় সরকার-পৌর মেয়র মনোনয়ন বোর্ড মেয়র প্রার্থীর নাম ও প্রতীক বরাদ্দ করবে।

এ দফায় রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ঝিনাইদহের কালিগঞ্জ ও ফেনীর সোনাগাজী পৌরসভায় ভোট হচ্ছে। ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর