সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

রাজধানীতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলীতে তাসলিমা আক্তার (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী বাদল মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল সকালে পূর্ব জুরাইনের নোয়াখালীপট্টি খালপাড় এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহতের মা মরিয়ম বেগম জানান, দেড় মাস আগে বাদলের সঙ্গে তাসলিমার বিয়ে হয়। সকালে পারিবারিক কলহের জের ধরে বাদলের সঙ্গে তাসলিমার ঝগড়া হয়। এ সময় তাসলিমাকে মারধর করে বাদল। একপর্যায়ে তাসলিমার মাথায় ভারী লাঠি দিয়ে আঘাত করে বাদল পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাসলিমার মৃত্যু হয়। জানা গেছে, নিহতের বাবার নাম আবুল কালাম। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার দরিয়াকান্দি গ্রামে। কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, গৃহবধূ তাসলিমা নিহতের ঘটনায় কদমতলী থানায় হত্যা মামলা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী বাদল পলাতক রয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে। এদিকে কদমতলী থানার এসআই রাজু মণ্ডল বলেন, গতকাল সকালে কদমতলীর মুরাদপুর এলাকার ৩২৪ নম্বর বাড়ি থেকে গৃহবধূ স্বপ্না বেগমের (৩২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটতে পারে। ঘটনার পর থেকে মৃতের স্বামী মাহফুজ আহমেদ পলাতক রয়েছেন। জানা গেছে, স্বপ্নার সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বপ্নার বাবার নাম আবদুল বাতেন।

সর্বশেষ খবর