সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

কিশোরগঞ্জের ১৬ ভাষাসৈনিককে সম্মাননা

কিশোরগঞ্জ প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ১৬ ভাষাসৈনিককে সম্মাননা প্রদান করেছে। পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলার শেষ দিন গত সন্ধ্যায় এ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রয়াত আশরাফউদ্দিন আহমেদ, প্রয়াত আবু তাহের খান পাঠান, প্রয়াত এ কে এম শামসুল হক গোলাপ মিয়া, প্রয়াত কাজী আবদুল বারী, প্রয়াত বদরউদ্দিন হোসাইন, প্রয়াত কমরউদ্দিন হোসাইন, প্রয়াত মিছিরউদ্দীন আহমেদ, প্রয়াত মহিউদ্দিন আহাম্মদ, প্রয়াত আমিনুল হক, প্রয়াত কাজী ঈশা, প্রয়াত মহিউদ্দিন গোলাম মওলা, ডাক্তার এ এ মাজহারুল হক, মু. আবু সিদ্দীক ও প্রয়াত অ্যাডভোকেট আবদুল মতিন। জেলা প্রশাসক জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাইন হোসেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, অ্যাডভোকেট নাসিরউদ্দিন ফারুকী ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী শাহীন খান।

সর্বশেষ খবর