সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

১২ ভাষায় গাওয়া হলো একুশের গান

প্রতিদিন ডেস্ক

বিশ্বের ১২টি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি ১২ জন শিল্পীকে দিয়ে গাইয়ে আলোচনায় উঠে এসেছেন শিক্ষার্থী নাবিদ সালেহিন নিলয়। বাংলা ছাড়াও হিন্দি, ইংরেজি, ফরাসি, মালয়, জার্মান, রুশ, আরবি, নেপালি, স্প্যানিশ, চীনা ও ইতালীয় ভাষায় এ গানটি গেয়েছেন ওই শিল্পীরা। মূল এ গানটি কবিতা হিসেবে লিখেছিলেন আবদুল গাফ্ফার চৌধুরী। সর্বপ্রথম তাতে সুরারোপ করেন আবদুল লতিফ। এরপর বিশিষ্ট সুরকার আলতাফ মাহমুদ সুরের পরিবর্তন আনেন। বর্তমানে তার করা সুরেই গানটিই গাওয়া হয়। বিশেষ দিনে বিশেষভাবে শ্রদ্ধা জানাতে ব্যতিক্রমী পদক্ষেপ নেন এআইইউবির কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র নাবিদ সালেহিন। তারই নির্দেশনায় ১২টি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি গাওয়া হয়। এ প্রসঙ্গে নাবিদ বলেন, ‘আমি যখন বাইরের শিল্পীদের আমার দেশের ভাষা আন্দোলনের কথা, ইতিহাস ও পটভূমি তুলে ধরি এবং গানটা কী তাত্পর্য বহন করে তা-ও বুঝিয়ে বলি, তখন তারা আমার সঙ্গে কাজ করতে রাজি হন।

সবশেষে আজব রেকর্ডস কোম্পানি থেকে গানটি করা হয়েছে। নাবিদ বলেন, আমার নিজস্ব ব্যান্ড ভেনোমাস অনেক উত্সাহ জুগিয়েছে। আমরা মূলত এ কাজটি করেছি প্রজেক্ট ২১ নামে। আর সবচেয়ে মজার বিষয় হলো শিল্পীসহ মিউজিক, ব্যাকগ্রাউন্ড এবং অন্যসব কাজ শেষ করতেও আমাদের ২১ জন লেগেছে। তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশনে গানটির দৃশ্যধারণ করা হয়েছে। আর বাইরের দেশ থেকে যারা গান গেয়ে পাঠিয়েছেন তারাও তাদের দেশের ঐতিহাসিক স্থানসহ বিভিন্ন দর্শনীয় লোকেশন থেকে ধারণ করেছে। কেউ বা আবার সময়স্বল্পতার জন্য স্টুডিওতেই গেয়ে পাঠিয়েছেন।

সর্বশেষ খবর