সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

‘বৃক্ষমানবের’ মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক

‘বৃক্ষমানবের’ মুখে হাসি

সফল অস্ত্রোপচারে এক হাত ভারমুক্ত হতেই হাসি ফুটেছে আবুল বাজনদারের মুখে। তিনি এখন তার পরিবারকে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখাচ্ছেন।

একদিন আগে তার হাতে অস্ত্রোপচার করে হাত-পায়ে গাছের শাখা-প্রশাখার মতো আঁচিল কেটে ফেলেন চিকিত্সকরা। গণমাধ্যমে ‘বৃক্ষমানব’ হিসেবে পরিচিত হয়ে ওঠা ২৫ বছরের বাজনদারকে গতকালও পোস্ট অপারেটিভে রেখেছিলেন তারা। সেখানে সন্ধ্যায় তাকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অস্ত্রোপচারের ধকল নিয়ে শুয়ে থাকলেও বাজনদারকে তখন দেখা যায় বেশ হাসিখুশি। ‘কেমন আছেন’ জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক ভালো আছি। ডান হাতের সব শিকড় কেটে দিয়েছেন চিকিত্সকরা, একটুও শিকড়  নেই।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর