সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

জামায়াতের হরতাল আজ

নিজস্ব প্রতিবেদক

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার চেষ্টার অভিযোগ এনে এর প্রতিবাদে আজ দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জামায়াতে ইসলামী। গতকাল জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দেন। অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্র, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে। এদিকে আজকের এই হরতাল কর্মসূচি প্রত্যাখ্যান করে ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচলের ঘোষণা দিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ। বিবৃতিতে ডা. শফিক বলেন, রাষ্ট্রধর্ম ইসলামের সঙ্গে এ দেশের মানুষের আবেগ-অনুভূতি জড়িত। এ আবেগ-অনুভূতিকে গুরুত্ব না দিয়ে সরকার যদি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করে তাহলে তা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না।

চট্টগ্রাম প্রেসক্লাবে ককটেল : চট্টগ্রাম প্রেসক্লাবকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল রাতে এ ঘটনা ঘটেছে।  কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন ককটেল বিষ্ফোরণের কথা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেলে এসে প্রেসক্লাব লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি প্রেসক্লাবের সামনে বিষ্ফোরিত হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর