সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ফণি ভূষণ চৌধুরীর শেষকৃত্য আজ

নিজস্ব প্রতিবেদক

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য, সাবেক সচিব ও পুলিশ সমন্বয়ক (আইজিপি সমতুল্য) ফণি ভূষণ চৌধুরীর শেষকৃত্য আজ সম্পন্ন হবে। বেলা ১টায় সুনামগঞ্জের ছাতক পৌরসভার শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ ছাতক বহুমুখী উচ্চবিদ্যালয়ে রাখা হবে। এদিকে গতকাল দুপুরে ঢাকেশ্বরী মন্দির থেকে ফণি ভূষণ চৌধুরীর মরদেহ রাজারবাগ পুলিশ লাইন্সে আনা হলে তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তার মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পুলিশ) মো. নুরুল ইসলাম, পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি অমূল্য ভূষণ বড়ুয়া, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, র‌্যাবের মহাপরিচালকের পক্ষে র‌্যাবের পরিচালক সেলিম মো. জাহাঙ্গীর এবং তার দীর্ঘদিনের সহকর্মীরা।

রাজারবাগ থেকে মরদেহ তার সর্বশেষ কর্মস্থল পিএসসিতে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের শ্রদ্ধা নিবেদন শেষে আবার ঢাকেশ্বরী মন্দিরে নেওয়া হয়। পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করে বিকালে মরদেহ সত্কারের জন্য তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা হয়।

সর্বশেষ খবর