সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বাংলার মতো রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখতে হবে : জৈনপুরী পীর

নিজস্ব প্রতিবেদক

জৈনপুরী দরবার শরিফের পীর আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান বলেছেন, রাষ্ট্রভাষা বাংলার মতো রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখতে হবে। গণমাধ্যমে গতকাল দেওয়া এক বিবৃতিতে জৈনপুরী পীর এ আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। সংবিধানে চিরদিন রাষ্ট্রধর্ম ইসলাম আগে যেমন ছিল তেমনই থাকবে। রাষ্ট্রভাষা যদি বাংলা হতে পারে তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম কেন হতে পারবে না। এ দেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষাভাষী হওয়ায় রাষ্ট্রভাষা বাংলা করা হয়েছে। যা দেশবাসীর প্রাণের দাবি ছিল। ঠিক একইভাবে এ দেশের শতকরা ৯৩ ভাগ মুসলমান হওয়ায়, তাদের ধর্ম ইসলাম হওয়ায় রাষ্ট্রধর্ম অবশ্যই ইসলাম হতে হবে। এর বিকল্প কোনো পন্থা অবলম্বন করা যাবে না। সব ধর্মের স্বাধীনতা বহাল থাকবে। কারও ধর্মের প্রতি আঘাত হানা চলবে না। যে দেশে ধর্ম নেই, সে দেশের কোনো দিন মঙ্গল হয় না, হবে না।

সর্বশেষ খবর