রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বিনিয়োগ বান্ধব বাজেট প্রণয়নে কাজ করা হচ্ছে

—এনবিআর চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান বলেছেন, ব্যবসার উন্নয়নে বিনিয়োগ বান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে কাজ করছে এনবিআর। জনগণকে করের বোঝা না দিয়ে ভ্যাট বিস্তৃত করা হবে। গতকাল চট্টগ্রাম চেম্বারে প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আলোচনাসভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। জাতীয় উন্নয়নে চট্টগ্রামের ভূমিকা নিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের কোনো সমস্যা হলে তা আমরা আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করব। ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা দিতে জাতীয় রাজস্ব বোর্ড বদ্ধ পরিকর। তবে অসৎ ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল, পরিচালক মাহফুজুল হক শাহ, অঞ্জন শেখর, আমজাদ হোসেন প্রমুখ আলোচনায় অংশ নেন।

সর্বশেষ খবর