রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

দুদকের জালে আটকা প্রবাসী বাবা-ছেলে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে আটকা পড়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাবা ও ছেলে। সিলেট থেকে গোপনে যুক্তরাজ্য যাওয়ার সময় মানি লন্ডারিং মামলায় তাদের গ্রেফতার করা হয়। গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ- সৈয়দেরগাঁও ইউনিয়নের সুহিদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সাবেক ইউপি চেয়ারম্যান সুন্দর আলী ও তার ছেলে শিপন মিয়া। মানি লন্ডারিং মামলায় বাবা ও ছেলেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড. মো. আবুল হাসান। দুদক সূত্রে জানা যায়— যুক্তরাজ্যে অবস্থান করে সুন্দর আলী ও তার ছেলে শিপন মিয়া ছাতকে জমি বিক্রি করেন। ওই টাকা লেনদেন হয় যুক্তরাজ্যে। এ ঘটনায় গত বছর সুনামগঞ্জ স্পেশাল আদালতে সুন্দর আলীর চাচাতো ভাই রুহুল আমিন মানি লন্ডারিং আইনে মামলা (নং ৪১/২০০৫) করেন। গত মাসে ওই মামলার তদন্তের দায়িত্ব পায় দুদক। শুক্রবার রাত ১০টায় নিজ বাড়ি থেকে তদন্তকারী কর্মকর্তা রঞ্জিত সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে সুন্দর আলীকে এবং রাত ২টায় ওসমানী বিমানবন্দর থেকে শিপন মিয়াকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ খবর