রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

অন্ধকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন দুজনই

নিজস্ব প্রতিবেদক

‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ কথাটি আবারও প্রমাণ হলো। রাজধানীর বনানী রেলক্রসিংয়ে অন্ধ এক ব্যক্তিকে (৪৫) বাঁচাতে গিয়ে মিজানুর রহমান (৫০) নামে এক চা বিক্রেতা ট্রেনে কাটা পড়েন। গতকাল সকালে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চ মিলনায়তনের কাছে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকালে এক ব্যক্তি ট্রেন আসার সময় রেল লাইন ধরে হাঁটছিলেন। মনে হয়েছে তিনি অন্ধ। এ সময় ট্রেন ওই ব্যক্তির (অন্ধ) কাছাকাছি চলে আসলে অপর এক ব্যক্তি তাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দৌঁড়ে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। এতে দুজনই ট্রেনে কাটা পড়েন। দুজনের এমন মৃত্যুতে পথচারীরা হতবাক হয়ে যান। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ বলেন, সকালে কমলাপুর থেকে ছেড়ে আসা আন্তঃনগর এক্সপ্রেস মহানগর-প্রভাতী ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি মারা যান। এর মধ্যে মিজানুর রহমান বাড্ডায় একটি চায়ের দোকান চালাতেন।  ধারণা করা হচ্ছে, অন্ধ এক ব্যক্তিকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও ট্রেনে কাটা পড়েন। অন্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি।

সর্বশেষ খবর