রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশিদের জন্যই বাংলা ভাষা সারাবিশ্বে সমাদৃত : শীর্ষেন্দু

সাংস্কৃতিক প্রতিবেদক

‘পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের জন্য নয়, বাংলাদেশি বাংলাভাষীদের জন্যই বাংলা ভাষা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। আর বাংলাদেশের মাধ্যমেই বাংলা ভাষা বেঁচে থাকবে।’ বাংলা ফিউশন ফোক গানের অ্যালবাম ‘সাধের নাগর’-এর প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রখ্যাত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গতকাল ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই প্রকাশনা অনুষ্ঠান। শীর্ষেন্দু মুখোপাধ্যায় আরও বলেন, ‘ওপার বাংলায় বসে আমরা যতটা আশঙ্কা বোধ করি বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে ভেবে, বাংলাদেশে এসে বুঝতে পারি বাংলা হারিয়ে যাওয়ার নয়। বিদেশে গিয়ে দেখি সেখানেও বাংলাদেশিরা অনেক জমাট বেঁধে আছেন। তারা বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন নানা ভাবে। সেটা হোক নিউইয়র্ক কিংবা প্যারিস।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আসলে মনে হয় না দেশের বাইরে এসেছি। পুরো পরিবেশটা এত আন্তরিক যা এক কথায় অনবদ্য। বিমান থেকে নেমে সোজা অনুষ্ঠানে চলে এসেছি। এখানকার সবকিছুর সঙ্গে ভীষণ একাত্মবোধ করি। এখানে আমার জন্ম। এখানে আমার দেশ। রাজনীতির কারণে আমরা ভাগাভাগির মধ্যে পড়ে যাই।

সর্বশেষ খবর