রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে রাস্তায় নামবে দেশবাসী

------------- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা থেকে সরে না আসলে দেশবাসী জীবন বাঁচানোর তাগিদে রাস্তায় নেমে আসলে সরকারের জন্য কল্যাণকর হবে না। গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলবে। জনগণের জীবন যাপন আরও কঠিন হয়ে পড়বে। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই একথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, দেশের মানুষের জীবনের কোনো মূল্য নেই। বাঁশখালীতে মানুষের বসতবাড়ি ঘর রক্ষার প্রতিবাদ মিছিলে পাখির মতো গুলি করে অনেক প্রাণ ঝরিয়েছে সরকার। পুরান ঢাকায় আল্লাহর ঘর মসজিদের মুয়াজ্জিন মাওলানা বেলাল হোসাইনকে হত্যা করা হল। মুয়াজ্জিন হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এদিকে গতকাল বিকালে কুমিল্লার মুরাদনগরে বড় মাদ্রাসা ময়দানে অপসংস্কৃতি বিরোধী ইসলামী সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

সর্বশেষ খবর