সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

ঢাকা-কাঠমান্ডু পথে ইউএস-বাংলার যাত্রা ১৫ মে শুরু

নিজস্ব প্রতিবেদক

আগামী ১৫ মে ঢাকা-কাঠমান্ডু আকাশপথে যাত্রা শুরু করছে দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ রুটে দীর্ঘদিন চলাচলের পর প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে উড়োজাহাজ পরিচালনা করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি আশা করছে, এই উড়োজাহাজ সেবার মাধ্যমে বাংলাদেশ-নেপালের যোগাযোগ এবং অর্থনৈতিক সম্পর্ক, পর্যটন ব্যবসা আরও সম্প্রসারিত হবে। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে ইউএস-বাংলা এয়ারলাইন্স আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। আরও বক্তব্য দেন ঢাকায় কানাডার রাষ্ট্রদূত বিনোত পিয়ারে লারমি, ঢাকায় নেপাল দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স দিল্লি প্রসাদ আচার্য ও পর্যটনবিষয়ক পত্রিকা দ্য মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে ইউএস-বাংলা এয়ারলাইন্স সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে কাঠমান্ডুর উদ্দেশে বেলা ৩টায় ছেড়ে যাবে। কাঠমান্ডুতে পৌঁছবে স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টায়। কাঠমান্ডু থেকে বিকাল ৫টা ১০ মিনিটে ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ঢাকা-কাঠমান্ডু রুটে রিটার্ন টিকিট ১৭ হাজার ৬২২ ও ওয়ানওয়ের জন্য ১১ হাজার ৭৯০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সব ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর