সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

‘গহর বাদশা ও বানেছা পরী’ মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

পদাতিক নাট্য সংসদের পাঁচ দিনব্যাপী সৈয়দ বদরুদ্দিন হোসাইন স্মৃতি নাট্য উৎসবের চতুর্থ সন্ধ্যায় গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হলো নাগরিক নাট্যাঙ্গনের নাটক ‘গহর বাদশা ও বানেছা পরী’। ময়মনসিংহ গীতিকার বিখ্যাত লোকগাঁথা ‘গহর বাদশা ও বানেছা পরী’ অবলম্বনে বিন্যস্ত হয়েছে এ নাটকের কাহিনী। গিলামাইট বনে বিশ্বিং বাদশা এসেছিল শিকার করতে। সারা বন খুঁজে শিকার না পেয়ে পরিশ্রান্ত বাদশা যখন দুষছিল তার ভাগ্যকে, ঠিক তখনই অদূর জলাশয়ে হরিণ শাবকের আগমনে তীর ছোড়ে বাদশা। পরক্ষণেই মানবসন্তানের কান্নায় বুঝতে পারে কী নিষ্ঠুরতায় সে তার হাত রাঙাল। অন্ধমুনি সন্তান হারানো বেদনায় জর্জরিত করল সন্তানহীন বাদশা বিশ্বিংকে। সেই অভিশাপের পর দুই পুত্রের চন্দ্রমুখ দেখার সৌভাগ্য হলো বাদশার। রাজ্যজুড়ে যখন আনন্দের বন্যা বাদশার মনে তখন সন্তান হারানোর ভয়। বাদশা আদেশ দিলেন এমন এক দালান তৈরি করা হোক যেখানে চন্দ্র-সূর্যের আলো প্রবেশ করবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর