সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

চাকরি না পেয়ে দুই যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

চাকরি না পাওয়ায় হতাশা থেকে রাজধানীতে দুই যুবক আত্মহত্যা করেছেন। তারা হলেন হুমায়ুন কবির ও আশিক ইবনে মাহমুদ। গতকাল ভোর রাতের দিকে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তারা। এ ছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় আরও সাতজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন— গৃহবধূ তানজিলা খাতুন, মোজাম্মেল আলী, শাহজাহান মিয়া, শিশু জহুরুল ইসলাম এবং অজ্ঞাত আরও তিন ব্যক্তি। নিহত হুমায়ুন কবিরের বেয়াই শহীদুল ইসলাম শহীদ বলেন, হুমায়ুন কবিরের বাবার নাম মৃত ঘংশান আলী। হুমায়ুন নীলফামারী থেকে মাস্টার্স পাস করেছেন। ৩/৪ মাস আগে চাকরির উদ্দেশ্যে ঢাকায় আসেন। শনিবার রাতে খাবার টেবিলে হুমায়ুন আক্ষেপ করে বলেন, ‘সবার চাকরি হয়, আমার কি চাকরি হবে না’। চাকরি না হওয়া পর্যন্ত শহীদ তার সঙ্গে রঙ মিস্ত্রির কাজ করার প্রস্তাব দিলে হুমায়ুন রাজি হন। কিন্তু মাঝ রাতে বাথরুমে গিয়ে দেখি, হুমায়ুন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। শহীদ বলেন, ধারণা করা হচ্ছে, বেকার থাকার কারণে হতাশায় তিনি আত্মহত্যা করেছেন।  মিরপুর থানার এসআই আহসান হাবিব বলেন, বাথরুমের দরজা ভেঙে গ্রিলের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় মিরপুর মোল্লাপাড়া ৩৭৫ নম্বর বাসা থেকে হুমায়ুনের লাশ উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর