সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

হাতির ঝিল এলাকায় নির্মাণ করা যাবে বহুতল ভবন

——— খন্দকার মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, হাতির ঝিল প্রকল্প গুলশান-বারিধারা এলাকায় সম্প্রসারণ করা হবে। ঝিল উন্নয়নের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ১৩৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। হাতির ঝিল প্রকল্পের ৩০০ মিটারের মধ্যে রাজউক কর্তৃক ভবন নির্মাণের যে নীতিমালা ছিল তা পরিবর্তন করা হয়েছে। ওই এলাকায় ভবন নির্মাণসংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এর ফলে হাতির ঝিলসংলগ্ন এলাকার জমির মালিকরা বিশেষ সুযোগ পাচ্ছেন। এখন জমির মালিকরা বিদ্যমান আইন অনুসরণ করে হাতির ঝিলসংলগ্ন ভূমিতে ভবন নির্মাণ করতে পারবেন। গতকাল স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউর লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির অষ্টম বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান ড্যাপ সংশোধনসংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও স্থানীয় সরকারমন্ত্রী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর