সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে আন্দোলন

—————— পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, বারবার গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা থেকে সরে আসতে হবে। সরে না এলে দেশবাসী জীবন বাঁচানোর তাগিদে রাস্তায় আন্দোলনে নেমে আসলে সরকারের জন্য তা কল্যাণকর হবে না। গতকাল এক বিবৃতিতে পীর চরমোনাই আরও বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে সাধারণ মানুষ ক্রয়ক্ষমতা হারিয়ে ফেলবেন। জনগণের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে, কৃষি ও শিল্প উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তিনি বাঁশখালী হত্যাকাণ্ড ও পুরান ঢাকায় মসজিদের মুয়াজ্জিন মাওলানা বেলাল হোসাইন হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর