সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

নার্সদের সচিবালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক

ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে গতকাল সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান ও সচিবালয় ঘেরাও করতে যাওয়া নার্সদের বাধা দিয়েছে পুলিশ। ফলে সচিবালয়ের সামনে অবস্থান নেয় বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি। পরে ৪ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে। এর আগে ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে সপ্তম দিনের মতো জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করে বেকার নার্সরা। এ সময় বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস বলেন, চলমান লাগাতার অবস্থান ধর্মঘটের পাশাপাশি দাবি আদায়ের পক্ষে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার সকাল ১০টায় লাগাতার অবস্থান ধর্মঘট  থেকে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে তার কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া আগামী বুধবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট ও সংহতি সমাবেশ কর্মসূচি পালন, ১৬ এপ্রিল বেলা ১১টায় চলমান অবস্থান ধর্মঘটের পাশাপাশি সংবাদ সম্মেলন অয়োজন করা হবে। সংবাদ সম্মেলন থেকে আমরণ অনশনসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর