সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বর্ষবরণে বখাটে ঠেকাতে পাহারা দেবে ‘নারীর জন্য নিরাপদ বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক

গতবছর বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারীদের যৌন নিপীড়নের ঘটনার অভিজ্ঞতা মাথায় রেখে এবার পয়লা বৈশাখে নারীর নিরাপত্তায় নাগরিক নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে ‘নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলন’। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘নারী নিরাপদ পহেলা বৈশাখ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, পয়লা বৈশাখের দিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিভিন্ন এলাকায় একটি নাগরিক দল অবস্থান করবে। তাদের পরনে থাকবে নীল জ্যাকেট, মাথায় ব্যানডেনা এবং হাতে থাকবে ঝাণ্ডা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলনের উদ্যোক্তা শারমিন মুরশিদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর