শনিবার, ৭ মে, ২০১৬ ০০:০০ টা

ছয় দফা দাবিতে চট্টগ্রামে পরিবহন ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অনিবন্ধিত অটোরিকশা চলাচলসহ ছয় দফা দাবি আদায়ে বৃহত্তর চট্টগ্রামের সব রুটে আগামী ৯ মে (সোমবার) থেকে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় চট্টগ্রাম জেলা ও শহর, কক্সবাজার জেলা এবং তিন পার্বত্য জেলায় সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক শাখা গতকাল সকালে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা। আগামী ১ মাসের মধ্যে দাবি আদায় না হলে লাগাতার ধর্মঘট আহ্বান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, শ্রমিক নেতা হাজী রুহুল আমিন, রবিউল মাওলা, অলি আহমদ, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন, আবদুস ছবুর প্রমুখ। লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৫ এপ্রিল নগরীতে অনিবন্ধিত সিএনজি চলাচলে কোনো ধরনের বাধা কিংবা হস্তক্ষেপ না করতে সিএমপিসহ সংণ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালত নির্দেশ দেন। তবে সিএমপি কর্তৃপক্ষের টালবাহানা, বৈঠকের কথা বলে সময় ক্ষেপণের ফলে ৪ মে বিকাল থেকে অটোরিকশা ও অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সিএনজিচালিত গাড়ি চলাচল শুরু করে। কিন্তু সিএমপি গত দুই দিনে প্রায় ৫০টি মামলা দিয়েছে।

সর্বশেষ খবর