মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও রংপুর প্রতিনিধি

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনাসভা, স্মরণসভা, রক্তদান কর্মসূচি, মিলাদ ও দোয়া মাহফিল, মসজিদ, মন্দির, গির্জা ও বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বাদ-আসর সুধাসদনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শরিক হন। এ সময় উপস্থিত ছিলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ড. আবদুস সোবহান গোলাপ, এস এম কামাল হোসেন, শেখ হেলাল উদ্দিন, ব্যারিস্টার ফজলে নূর তাপস, ডা. হাবিবে মিল্লাত মুন্না, সাইফুর রহমান সোহাগ প্রমুখ। ঢাকা মহানগর আওয়ামী লীগ বাদ-আসর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল এবং স্মরণসভার আয়োজন করে। এতে ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সভাপতিত্ব করেন। ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ-আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ওয়াজেদ মিয়া স্মরণে সাধনা সংসদ ফাউন্ডেশন আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগ নেতা ড. আওলাদ হোসেন, সুভাষ সিংহ রায় প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে পীরগঞ্জে দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে পীরগঞ্জের ফতেহপুরে ড. ওয়াজেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মমতাজ উদ্দিনের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, শরফুদ্দিন আহমেদ ঝন্টুর নেতৃত্বে রংপুর সিটি করপোরেশন, মেহেদী হাসান রনির নেতৃত্বে জেলা ছাত্রলীগ, শেখ আসিফের নেতৃত্বে মহানগর ছাত্রলীগ শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়াও পীরগঞ্জের জয়সদন প্রাঙ্গণে সকালে এ বিজ্ঞানীর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল সভাপতিত্ব করেন। পরে সেখানে মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে গরিব-দুঃখীর মধ্যে খাবার বিতরণ করা হয়। এ ছাড়া পীরগঞ্জ প্রেসক্লাব এ বিজ্ঞানী স্মরণে সন্ধ্যায় পৃথক আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর