মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

নাশকতার মামলায় ফখরুলের জামিন

আদালত প্রতিবেদক

রাজধানীর পল্টন থানায় নাশকতার এক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন। এর আগে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করলে জামিন আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। পরে শুনানি শেষে হাকিম জামিনে মুক্তির আদেশ দেন। এর আগে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন এলাকায় হাতবোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে। পরে ঘটনা তদন্ত করে পল্টন থানার এসআই তবিবুর রহমান গত ৩ মে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন। এর আগে হাইকোর্ট মির্জা ফখরুলকে এ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেন। এ মামলায় আগামী ২৯ মে অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর