মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

নূরজাহান বেগমের অবস্থা অপরিবর্তিত

আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

নূরজাহান বেগমের অবস্থা অপরিবর্তিত

ভারত উপমহাদেশের প্রথম নারী সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। এদিকে তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রী তার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন নূরজাহান বেগমকে দেখতে পাঠান। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মাহবুবুল হক শাকিল নূরজাহান বেগমের শয্যাপাশে কিছুটা সময় কাটান। শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নূরজাহান বেগমের অসুস্থতায় উদ্বিগ্ন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। এদিকে নূরজাহান বেগমের মেয়ে রীনা ইয়াসমিন মিতি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আম্মার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’ তিনি পরিবারের পক্ষ থেকে মায়ের সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন। ৭ মার্চ দেশের অন্যতম জ্যেষ্ঠ নারী সাংবাদিক নূরজাহান বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর