মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা
উন্মুক্ত পদ্ধতিতে কয়লা

এটা ভেরি ডিফিকাল্ট চয়েস : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুেকন্দ্রের জন্য উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উৎপাদনকে ‘ডিফিকাল্ট চয়েস’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সচিবালয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এ আলোচনায় ডিসিসিআই নেতারা বিদ্যুৎ খাতের উন্নয়নে গুরুত্বারোপ করেন। জবাবে অর্থমন্ত্রী বলেন, বিদ্যুতের ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা এখনো দুর্বল। কিন্তু কয়লার ক্ষেত্রে আমাদের চ্যালেঞ্জটা কী? এ সময় ডিসিসিআই নেতারা বিদ্যুেকন্দ্রে আমদানিকৃত কয়লার পরিবর্তে দেশীয় কয়লা ব্যবহারের সুপারিশ করেন। অর্থমন্ত্রী বলেন, ‘ফুলবাড়ীতে মাইনিং করে কয়লা উৎপাদনের জন্য আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট চয়েস। আর কিছু না হোক, এখান থেকে বহু লোককে স্থানান্তরিত করতে হবে। তার চেয়ে প্রধানমন্ত্রী কয়লা আমদানির যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই ভালো।’ প্রসঙ্গক্রমে তিনি আরও বলেন, আমাদের এখন গ্যাস মার্কেটের দিকে যেতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর