মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

বিআরটির যানে ঘণ্টায় ২৫ হাজার যাত্রী যাতায়াত করবে : সেতুমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গাজীপুর-এয়ারপোর্ট পর্যন্ত গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের (বিআরটি) কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই এ প্রকল্পের ফিজিক্যাল কনস্ট্রাকশন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এ প্রকল্প বাস্তবায়ন হলে গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিআরটি রোড চালু হবে। এ রোডে একসঙ্গে তিনটি বাস চলাচল করবে। এতে বিআরটির ওই যানে চড়ে প্রতি ঘণ্টায় উভয় দিকে ২৫ হাজার যাত্রী গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাতায়াত করতে পারবে।

মন্ত্রী গতকাল দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নলজানীতে বিটিসিএল এলাকায় বিআরটি যানবাহনের ডিপোর নির্মাণকাজ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের কাছে এ প্রকল্পের নানা দিক তুলে ধরার সময় এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর